kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

'আমার স্ত্রী হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে উঠছে'

অনলাইন ডেস্ক   

৮ ডিসেম্বর, ২০২০ ১৫:১২ | পড়া যাবে ১ মিনিটে'আমার স্ত্রী হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে উঠছে'

এবারের বিগবসে প্রত্যেকদিন নতুন নতুন ট্যুইস্ট আসছে। আর এবারের নতুন ট্যুইস্ট হলো আগের বিগবস সিজনের প্রতিযোগীদের ফের ঘরের মধ্যে এন্ট্রি চলছে। শিগগিরই বিগ বসের ঘরে দেখা যাবে রাখি সওয়ান্ত, কাশ্মিরা শাহ, বিকাশ গুপ্তা, মনু পঞ্জাবি, আরসি খান ও রাহুল মহাজনকে।

বিগবসের ঘরে ফের আসার কানাঘষা চলতেই ভারতীয় এক সংবাদ মাধ্যমকে রাহুল মহাজন জানালেন, তার রাশিয়ান স্ত্রী নাতালিয়া ধর্ম বদলে ফেলে হয়েছেন হিন্দু!

প্রথমে শ্বেতা সিং, তারপর ডিম্পি গঙ্গোপাধ্যায় আর তারপর নাতালিয়াকে বিয়ে করেন রাহুল। প্রথম দুটি বিয়ে ভেঙেছিল খুব অশান্তির মধ্যে দিয়ে।

সাক্ষাৎকার দিতে গিয়ে প্রয়াত রাজনীতিবিদ প্রমোদ মহাজনের ছেলে রাহুল জানিয়েছেন, ‘আমাদের দু’জনের মধ্যে বোঝাপড়াটা খুবই ভালো। দুজন দুজনকে স্পেস দেই। কারও কোনও ব্যাপারে নাক গলাই না। কারণ, আমরা দুজনেই চাই বিয়েটা টিকে থাকুক। আর এখন তো নাতালিয়া হিন্দু ধর্মেও বিশ্বাসী হয়ে উঠেছে। এমনকী আমি নাতালিয়াকে পার্বতী ও শিবের কথাও বলেছি।’ জিনিউজসাতদিনের সেরা