kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

আরব আমিরাতের হাসপাতালে ভর্তি ডিপজল

অনলাইন ডেস্ক   

৭ ডিসেম্বর, ২০২০ ১৭:২২ | পড়া যাবে ১ মিনিটেআরব আমিরাতের হাসপাতালে ভর্তি ডিপজল

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে যান। সেখানে শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়। অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

বর্তমানে ডিপজলকে দুবাইয়ের একটি হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চিত্রনায়ক জায়েদ খান আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে চিকিৎসাধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।’

অনেক দিন ধরেই ডিপজল ফুসফুস ও হার্টের অসুখে ভুগছেন। এর আগেও তাকে বেশ কয়েক দফায় হাসপাতালে যেতে হয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচারও করা হয়েছিলে। তারপর কিছুটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

এ যাত্রায় কোনো অপারেশনের খবর পাওয়া যায়নি। তবে ডিপজলের জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও শিল্পী সমিতি।

মন্তব্যসাতদিনের সেরা