শীত পড়তেই স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তাঁর মেয়ে আইরাকে নিয়ে আলীপুর চিড়িয়াখানা ঘুরে এলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তারই কিছু ছবি উঠে এসেছে সৃজিত ও মিথিলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, 'হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি।' ছোট্ট আইরাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
সৃজিত লিখেছেন, ছোটবেলায় বাবার সঙ্গে তিনি যখন চিড়িয়াখানায় যেতেন, তখন তাঁর বাবাও এ বিষয়টা নিয়ে সমান উৎসাহী থাকতেন। ছোটবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে তাঁর বাবা পশু-পাখিদের সম্পর্কে নানা গল্প শোনাতেন বলে লিখেছেন সৃজিত। পরিচালকের কথায়, কোনো কিছুই বদলায় না, সব কিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে।
মন্তব্য