kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

‘গান আলাপন’-এ পলাশ ও লুইপা

অনলাইন ডেস্ক   

১ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৭ | পড়া যাবে ১ মিনিটে ‘গান আলাপন’-এ পলাশ ও লুইপা

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। অনুষ্ঠানটি মূলত মিউজিক ভিডিওর অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকেন দেশের স্বনামধন্য সংগীতশিল্পীরা। উপস্থাপক তাদের সঙ্গে সংগীতবিষয়ক আলোচনা করেন, আর আলোচনার ফাঁকে ফাঁকে থাকে মিউজিক ভিডিও। তবে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় উপস্থিত শিল্পীদের নতুন মিউজিক ভিডিওকে। 

‘গান আলাপন’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন ইকবাল খন্দকার। আর প্রযোজনায় শাহজালাল সরদার শিমুল। এক বছরের বেশি সময় ধরে চলতে থাকা জনপ্রিয় এই অনুষ্ঠানটির চলতি পর্বের অতিথি পলাশ ও লুইপা। পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে ১ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে। 

‘গান আলাপন’ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমাদের মিউজিক ভিডিওগুলো এখন অনেক বেশি আধুনিক আর উন্নত। এই অনুষ্ঠানের উদ্দেশ্য, সেইসব ভিডিওকে দর্শকের সামনে তুলে ধরা এবং বাংলা আধুনিক গানকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া’।

মন্তব্যসাতদিনের সেরা