kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

উষ্ণতা ছড়ালেন জেনিফার লোপেজ

অনলাইন ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২০ ২০:০৯ | পড়া যাবে ১ মিনিটেউষ্ণতা ছড়ালেন জেনিফার লোপেজ

মিলিন্দ সোমন, মিলি সাইরাস’র পর এবার জেনিফার লোপেজ। নগ্নতাই যেন নয়া ট্রেন্ড! নতুন সিঙ্গল 'ইন দ্য মর্নিং' গানের কভার শুটের জন্য এবার নগ্ন হলেন মার্কিন অভিনেত্রী তথা পপ গায়িকা জেনিফার। নগ্ন একটি ছবি পোস্টও করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেই ছবিই ভাইরাল নেটদুনিয়া।

বৃহস্পতিবার নতুন সিঙ্গল 'ইন দ্য মর্নিং' গানের কভার শুটের ফটো নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৫১ বছরের জেনিফার লোপেজ। যেখানে নগ্ন শরীরে সাইড পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেছে তাঁকে। খুব স্বাভাবিকভাবেই শৈল্পিক কভার ফটোটি নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে। শুধু ছবিই নয়, অনাবৃত শরীরের টুকরো টুকরো ছবির কোলাজে তৈরি একটি ভিডিওও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জেনিফার।

করোনা মহামারির এই সময়ে গোটা বিশ্ব যেন খাঁচায় বন্দি। এই পরিস্থিতি থেকে গোটা বিশ্ব মুক্ত হোক। নতুন সিঙ্গল 'ইন দ্য মর্নিং'র মাধ্যমে এই বার্তাই দিতে চলেছেন জেনিফার লোপেজ।  

সূত্র: ইউএস টুডে, জি-নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা