kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

আলী যাকের ক্যান্সারেও ভুগছিলেন!

অনলাইন ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২০ ১১:৫১ | পড়া যাবে ১ মিনিটেআলী যাকের ক্যান্সারেও ভুগছিলেন!

বাংলাদেশের একজন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৬টার দিকে আলী যাকেরের মৃত্যু হয়।

ইউনাইটেড হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, আলী যাকের ক্যান্সারে ভুগছিলেন। একই সঙ্গে তিনি কভিড-১৯ পজিটিভ ছিলেন। খবর বিবিসি বাংলার।

১৯৭২ সালে মঞ্চনাটকে আবির্ভাবের মধ্য দিয়ে আলী যাকের নাট্যাঙ্গনে প্রবেশ করেন। টেলিভিশন নাটক এবং মঞ্চনাটকে বেশ জনপ্রিয় ছিলেন আলী যাকের। ১৯৮০ এবং ৯০-এর দশকে আলী যাকের অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের মনে স্থান করে নিয়েছিল।

তাঁর অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে 'বহুব্রীহি' এবং 'আজ রবিবার'। এ ছাড়া 'নদীর নাম মধুমতি' এবং 'লালসালু' সিনেমায় আলী যাকেরের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

বাংলাদেশে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পেছনে আলী যাকেরের অবদান রয়েছে। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করে। ১৯৪৪ সালের এপ্রিল মাসে আলী যাকেরের জন্ম হয় চট্টগ্রামে।

মন্তব্যসাতদিনের সেরা