kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

আলী যাকেরের প্রতি শ্রদ্ধা নিবেদন ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে

নিজস্ব প্রতিবেদক   

২৭ নভেম্বর, ২০২০ ১০:৫৩ | পড়া যাবে ১ মিনিটেআলী যাকেরের প্রতি শ্রদ্ধা নিবেদন ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে

সদ্য প্রয়াত খ্যাতিমান অভিনেতা আলী যাকের। ছবি: সংগৃহীত

দেশের খ্যাতিমান অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা আলী যাকেরের প্রতি শ্রদ্ধা জানানো হবে সকাল ১১টায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। দেশের নন্দিত এ ব্যক্তিত্ব আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ছোট পর্দায় ও মঞ্চে সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি।

প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সর্বশেষ করোনা সংক্রমণেও আক্রান্ত হন আলী যাকের। এ কারণে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা পরিহার করা হচ্ছে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। 

আলী যাকের এ দেশের নবনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রধান ছিলেন। দেশে বিজ্ঞাপনী সংস্থাও তাঁর হাত ধরে প্রসারিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টিদের একজন।

আলী যাকেরের পুরো পরিবারই সাংস্কৃতিক পরিবার। স্ত্রী অভিনেত্রী সারা যাকের, ছেলে নাট্যাভিনেতা ইরেশ যাকের, মেয়ে রেডিও উপস্থাপক শ্রিয়া।

নাট্যজন আলী যাকেরের জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে।

মন্তব্যসাতদিনের সেরা