kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

বজরঙ্গি ভাইজানের মুন্নি এখন অনেক বড়!

অনলাইন ডেস্ক   

১৭ নভেম্বর, ২০২০ ১৩:৩৪ | পড়া যাবে ২ মিনিটেবজরঙ্গি ভাইজানের মুন্নি এখন অনেক বড়!

সালমান খানের বজরঙ্গি ভাইজান মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এরই মধ্যে কেটে গেছে পাঁচ বছর। সালমানের সঙ্গে কারিনা কাপুরকে দেখা যায় ওই সিনেমায়। এ ছাড়া দেখা যায় ছোট্ট মুন্নিকে। সিনেমা মুক্তি পাওয়ার পর মুন্নির গলায় কোনো কথা শোনা না গেলেও তার ছোট্ট মুখ-চোখ যেন মন কেড়ে নেয় গোটা ভারতের মানুষের।

তাইতো বজরঙ্গি ভাইজানে সালমানের অভিনয়ের পাশাপাশি মানুষ মুন্নিকেও সমানভাবে মনে করতে শুরু করে ওই সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে।

২০১৫ সালে বজরঙ্গি ভাইজান মুক্তি পাওয়ার পর কেটে গেছে পাঁচ বছর। এই সময়ের মধ্যে বেশ কিছুটা বড় হয়ে গেছে পর্দার মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বর্তমানে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছে হর্ষালি। যেখানে তাকে দেখে অনেকেরই আবার ছোট্ট মুন্নির কথা মনে পড়তে শুরু করেছে। 

বজরঙ্গি ভাইজান মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশুশিল্পীর পুরস্কার পায় হর্ষালি। সিনেমা মুক্তির পর ওই সালেই সেরার পুরস্কার নিজের ঝুলিতে ভরে নেয় ছোট্ট মুন্নি। 

বজরঙ্গি ভাইজানের পাশাপাশি কুবুল হ্যায়, লউট আও তৃষা-র মতো বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা যায় হর্ষালিকে। এসবের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

মন্তব্যসাতদিনের সেরা