kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

কর্মীকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন

অনলাইন ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২০ ১১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেকর্মীকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন

দুদিন আগে টপলেস ফ্লোরাল ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে খবরের শিরোনামে এসেছিলেন। এবার এক স্টাফ মেম্বারকে গাড়ি উপহার দিয়ে আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী।

স্টাফকে গাড়ি উপহার দেওয়ার সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জ্যাকলিন। যেখানে ওই স্টাফের হাতে গাড়ির চাবি তুলে দিতে দেখা গেছে জ্যাকলিনকে। একই সঙ্গে ওই স্টাফের সঙ্গে মিলে করেছেন পূজাও। এ সময় ট্রাফিক পুলিশের পোশাকে দেখা গেছে শ্রীলঙ্কান এই সুন্দরীকে।

জ্যাকলিনের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, দশেরার শুভ দিনে ওই স্টাফ মেম্বারকে গাড়িটি উপহার দিয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এই স্টাফ মেম্বার জ্যাকলিনের সঙ্গে তাঁর বলিউড যাত্রা শুরুর আগে থেকে রয়েছেন। জ্যাকলিন জানতেন না কবে গাড়িটি ডেলিভারি করা হবে। তাই তিনি যখন সে বিষয়ে জানলেন তখনই ছবির সেট থেকে সরাসরি গাড়িটি নিতে চলে আসেন। এ কারণে তাঁকে ট্রাফিক পুলিশের পোশাকে দেখা গেছে।

এর আগে জ্যাকলিন তাঁর মেকআপ আর্টিস্টকেও একটি গাড়ি উপহার দিয়েছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা