kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

মিমির ধুনচি নাচ (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২০ ১৪:০৭ | পড়া যাবে ১ মিনিটেমিমির ধুনচি নাচ (ভিডিও)

নবমীর সন্ধ্যায় নিজের আবাসনের পূজায় ধুনচি নাচ করতে দেখা গেল সংসদ সদস্য অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে অবশ্যই সেটা সুরক্ষাবিধি মেনে। মুখে মাস্ক পরেই ধুনচি নাচ করতে দেখা যায় মিমিকে।

করোনা আবহের কারণে মিমি চক্রবর্তীর কসবার আবাসনের পূজা এবার হয়েছে সুরক্ষাবিধি মেনেই। এবার সেখানে বাইরের লোকজনের প্রবেশ নিষেধ। এবার তাই আবাসনের প্রতিবেশীদের সঙ্গেই পূজার আনন্দে মাতলেন সংসদ সদস্য, অভিনেত্রী মিমি চক্রবর্তী। অষ্টমীর দিনও নিজের আবাসনের পূজায় অঞ্জলি দিতে দেখা গিয়েছিল মিমিকে, তবে সব কিছুই তিনি করেছেন সুরক্ষাবিধি মেনে। 

মাস্ক তো ছিলই, পূজামণ্ডপে রাখা হয়েছিল স্যানিটাইজেশনের ব্যবস্থাও। নবমীর দিন মিমিকে দেখা গেল সাদা কুর্তি ও পালাজোতে। পূজার পর স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে প্রসাদ দিতেও দেখা গেল মিমিকে। কখনো আবার আবাসনে শিশুদের সঙ্গে গল্প করতে দেখা গেল মিমিকে।

এবার পূজার প্রতিটা দিনই মিমি ধরা দিয়েছিলেন ঘরোয়া মেজাজে। পূজার দিনে তিনি যেন সংসদ সদস্য নন, একেবারেই আবাসনের আর পাঁচজনের মতো একজন বাসিন্দা। জি নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা