kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

সংকটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়, ভেন্টিলেশনে রাখার চিন্তাভাবনা

অনলাইন ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২০ ০৯:২১ | পড়া যাবে ১ মিনিটেসংকটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়, ভেন্টিলেশনে রাখার চিন্তাভাবনা

রবিবার থেকেই চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম ও পটাসিয়ামের মাত্রার তারতম্য ঘটেছে ৷ তবে হৃদযন্ত্র, লিভারসহ অন্যান্য অঙ্গ এখনো সচল রয়েছে তাঁর। এ অবস্থায় ভেন্টিলেশনের কথা ভাবছেন চিকিৎসকরা।

ভেন্টিলেশনের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে ৷ দেশের এবং বিদেশের বিভিন্ন বিশিষ্ট স্নায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে । চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্রবাবুর চেতনাও কিছুটা কমে গেছে । পাশাপাশি কমেছে তার প্লাটিলেটের সংখ্যা । শরীরে বেড়েছে ইউরিয়া আর সোডিয়ামের মাত্রা। ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দিয়ে একটা সময় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের অভিনেতা। একটা সময় তাঁকে বাইপ্যাপ সাপোর্টে দেওয়া হয়েছিল। তারপর অবশ্য তার অবস্থার কিছুটা উন্নতি ঘটে । করোনা রিপোর্টও নেগেটিভ এসেছিল । কিন্তু গতকাল থেকে অবস্থার ফের অবনতি হয়েছে ।

মন্তব্যসাতদিনের সেরা