kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

শিশু বিশেষজ্ঞ চরিত্রে রিয়াজ

অনলাইন ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২০ ১৭:৫৬ | পড়া যাবে ১ মিনিটেশিশু বিশেষজ্ঞ চরিত্রে রিয়াজ

বেবি ডায়পারের বিজ্ঞাপনের  শুটিঙে অংশ নিলেন চিত্রনায়ক রিয়াজ। রিয়াজের সঙ্গে বিজ্ঞাপনে অংশ নেন শিশু শিল্পী সাদ ও মডেল আরশি। এই প্রথম আরশি নায়ক রিয়াজের সঙ্গে কাজ করলেন।

এফডিসিতে গত ২৩ ও ২৪ অক্টোবর দুইদিন এফডিসিতে স্থানীয়ভাবে উৎপাদিত বেবী ডায়াপারের এই টিভিসিটির শুটিং হলো। আগে বেবী ডায়ার শিল্পটি ছিল আমদানিনির্ভর। এখন প্রায় ষাট শতাংশই দেশে উৎপাদিত হয়। 

গল্পনির্ভর এই বিজ্ঞাপনের দৈর্ঘ্য হবে ৩০ সেকেন্ড। এতে রিয়াজ অভিনয় করছেন একজন শিশু বিশেষজ্ঞের চরিত্রে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মনির। 

সর্বশেষ দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এতে র‌্যাব কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে রিয়াজকে।

মন্তব্যসাতদিনের সেরা