kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

দনিয়া স্টুডিও থিয়েটার হলে 'ছায়া ও মানুষ' মঞ্চস্থ

অনলাইন ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২০ ১২:১৫ | পড়া যাবে ২ মিনিটেদনিয়া স্টুডিও থিয়েটার হলে 'ছায়া ও মানুষ' মঞ্চস্থ

দনিয়া স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হলো নাট্যবেদ-এর ৯ম প্রযোজনা একক নাটক 'ছায়া ও মানুষ।' গত শুক্রবার মঞ্চায়িত হওয়া এই নাটকে সমসাময়িককালে ঘটে যাওয়া ঘটনার প্রামাণ্য দলিল উঠে এসেছে। এটি রচনা করেছেন আমিনুল হীরা। নির্দেশনা দিয়েছেন তোসাদ্দেক হোসাইন মান্না। নাটকে একক অভিনয় করেছেন মির্জা সম্রাট।  সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া উদ্বোধনী মঞ্চায়নে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শক।

আগামী ২৭ অক্টোবর নাট্যবেদ তাদের এক যুগ পূর্তি করতে যাচ্ছে। এই ১২ বছরে মঞ্চনাটক এবং পথনাটক মিলিয়ে ৯টি প্রযোজনা এনেছে দলটি।  আগামীতে নাট্যবেদ আরো নতুন প্রযোজনা মঞ্চে আনার জন্য মহড়া করে যাচ্ছে।

আমিনুল হীরা বলেন, 'নাটক জীবনের কথা বলে, প্রতিবাদের কথা বলে, সমাজ, রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান বাহকই হলো নাটক। তাকে যত্ন করা একজন সৎ শিল্পীর যেমন দায়িত্ব, তেমনি গুণী শিল্পীদের স্থান করে দেওয়াও কর্তব্য ।

নির্দেশকের কথা অনুযায়ী,  এই করোনার সময়ে বসে থেকে থিয়েটারের বিভিন্ন আলোচনা ও কাজের কথা শুনে মনে হলো নিজে কিছু করি। সেই সময় আলাপ হয় নাট্যকার আমীনুল হীরার সঙ্গে রোমানা রুমার মাধ্যমে। নাট্যবেদ আমাকে নাটকটি নির্দেশনার দায়িত্ব দেয়। কাজটার বেশির ভাগ আমরা অনলাইনের মাধ্যমে করি। এই সময় সম্রাটের বাবা ও মা দুজন করোনায় আক্রান্ত হলে একটু পিছিয়ে পড়ি; কিন্তু হাল ছাড়িনি আমরা দুজন।

মন্তব্যসাতদিনের সেরা