kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

শাড়িতে ঝড় তুললেন অঙ্কিতা

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১৬:৫৫ | পড়া যাবে ১ মিনিটেশাড়িতে ঝড় তুললেন অঙ্কিতা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে নামগুলো সবচেয়ে বেশি আলোচিত ছিল তার মধ্যে একটি ছিল অঙ্কিতা লোখান্ডে।

কারণ, তিনি ছিলেন অভিনেতার সাবেক প্রেমিকা। সুশান্তের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রীও। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে, শোক কাটিয়ে উঠেছেন অঙ্কিতা।
 
এর মধ্যে ‘লুটেরা’ সিনেমার জন্য মোনালি ঠাকুরের গাওয়া ‘সওয়ার লু’ গানে গানে শরীরী দোল তুললেন অঙ্কিতা।
জি নিউজ জানায়, নিজের নাচের ভিডিও ক্যামেরাবন্দী করে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন এ অভিনেত্রী। সি-গ্রিন রঙের পাতলা শাড়ি আর লাল ব্লাউজে মাতিয়ে দিয়েছেন নেট দুনিয়া।

অঙ্কিতার এই নাচ মনে করিয়ে দিয়েছে শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, রানি মুখার্জিদের। একসময় বলিউডের বহু ফিল্মে শাড়ি পরে শ্রীদেবী, মাধুরী, রানিদের নাচ ঝড় তুলেছিল।

সুশান্তের মৃত্যুর পর বহুদিন সামাজিক মাধ্যমে তেমন পোস্ট দিতেন না অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে সরবও হয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আগের মতো সামাজিক মাধ্যমে নিয়মিত হাজির হচ্ছেন অঙ্কিতা।

View this post on Instagram

Saree Dance and good music 🎵 What a combination 💓

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

মন্তব্যসাতদিনের সেরা