kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

নির্মাতা শরীফ উদ্দিন খান দীপু মারা গেছেন

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১৪:১২ | পড়া যাবে ১ মিনিটেনির্মাতা শরীফ উদ্দিন খান দীপু মারা গেছেন

চলচ্চিত্র নির্মাতা শরীফ উদ্দিন খান দীপু মারা গেছেন। রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শরীফ উদ্দিন খান দীপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

শরীফ উদ্দিন খান দীপুর ম্যানেজার বাবু বলেন, সপ্তাহ দুইয়েক আগে শরীফ উদ্দিন করোনা নিয়ে হাসপাতাল ভর্তি হন৷ দুই দিন আগে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে, করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই আজ সকালে তিনি মারা যান।

প্রযোজনার পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন শরীফ উদ্দিন খান দীপু। ঢাকায় তার দুটি সিনেমা হল ছিল। প্রায় ২২টির মতো ছবি প্রযোজনা করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছবি হলো— হিরা আমার নাম, দেশ দরদী, কালপুরুষ, বাবা নাম্বার ওয়ান, আমি গুন্ডা আমি মাস্তান, অ্যাকশন জেসমিন, কোটি টাকার প্রেম প্রভৃতি।

 শরীফ উদ্দিন খান দীপু চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, ছিলেন ফিল্ম ক্লাবের সাবেক সভাপতিও। 

মন্তব্যসাতদিনের সেরা