kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

সিঁথির অতিথি হলেন কবিতা কৃষ্ণমূর্তি

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২০ ১৪:১১ | পড়া যাবে ১ মিনিটেসিঁথির অতিথি হলেন কবিতা কৃষ্ণমূর্তি

বাংলাদেশের আলোচিত সংগীতশিল্পী সিঁথি সাহার অতিথি হলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। ২৪ অক্টোবর শনিবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’। সিঁথি সাহার উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন কবিতা কৃষ্ণমূর্তি। স্ট্রিম ইয়ার্ড প্রযুক্তির মাধ্যমে অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। 

সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি জনপ্রিয় বেশ কিছু গান গেয়ে শোনাবেন। এ ছাড়া কথা বলবেন করোনাকালীন জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এবং নতুন ভাবনা নিয়ে। থাকবে প্রশ্নের এককথায় উত্তর এবং হ্যাঁ-না উত্তর। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা