kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

মানসিক ভারসাম্যহীন চরিত্রে আসাদ আদনান

অনলাইন ডেস্ক   

২০ অক্টোবর, ২০২০ ১৫:০৮ | পড়া যাবে ২ মিনিটেমানসিক ভারসাম্যহীন চরিত্রে আসাদ আদনান

করোনা মহামারীর তাণ্ডবের শেষে, দীর্ঘ কর্ম বিরতির পর দেশের শোবিজঅঙ্গন বসচল হয়েছে। শুরু হয়েছে সিনেমা নাটক গানের চিত্রায়ণ। সম্প্রতি শেষ হয়েছে 'বৃথা বেচে থাকা' শিরোনামের মিউজিক ভিডিওর ভিডিওধারণ। সোশ্যাল প্ল্যাটফরমের জন্য নির্মিত এই গানের মডেল হয়েছেন তরুণ মডেল ও অভিনয়শিল্পী আসাদ আদনান।

এই মিউজিক ভিডিওতে মানসিক ভারসাম্যহীন চরিত্রে দেখা দিয়েছেন আসাদ আদনান।

মিউজিক ভিডিওর গানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে হৃদয় বিদারক গল্প, সেই গল্পের সঙ্গে চরিত্রের সমন্বয় করেছেন তিনি। গল্প বলতে গিয়ে আসাদ বলেন, দুজন প্রেমিক প্রেমিকার দীর্ঘ দিনের একটি গভীর প্রেম। কিন্তু কোনও এক অজানা ঝড়ে ডুবে যায় সে প্রেমের সম্পর্ক। শহুরে ধনীর দুলালের নজর পড়ে গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠা কিশোরীর দিকে। কিশোরী ও তার পরিবারের অন্যান্যদের স্বার্থপরতার কাছে পরাজিত হয় প্রেম। শহরের পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে হয় মেয়ের। আর এদিকে প্রেমিক মশাই শোকে দুঃখে মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে বেড়ান। 

'বৃথা বেচে থাকা' গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জননন্দিত কণ্ঠশিল্পী আইয়ুব আবির। গানের কথা লিখেছেন সালমান সোহাগ এবং সুর ও সংগীত আয়োজন করেছেন এ এইচ তুর্য্য।

মন্তব্যসাতদিনের সেরা