kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

মারা গেলেন অভিনেত্রী শ্রাবন্তীর মা

অনলাইন ডেস্ক   

২০ অক্টোবর, ২০২০ ০৪:১২ | পড়া যাবে ১ মিনিটেমারা গেলেন অভিনেত্রী শ্রাবন্তীর মা

অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় বগুড়ার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শ্রাবন্তীর ভাইয়ের ছেলে সূর্য এ তথ্য জানিয়েছেন। 

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শ্রাবন্তীর মা। তিনি লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন। মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গত ৯ অক্টোবর নিউ ইয়র্ক থেকে ঢাকায় পৌঁছান শ্রাবন্তী। এসেই ছুটে যান বগুড়ায়। মৃত্যুর আগে শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন শ্রাবন্তী।  

প্রায় পাঁচ বছর যাবৎ সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শ্রাবন্তী।

মন্তব্যসাতদিনের সেরা