kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

বলিউডে নাম লেখালেন আমির পুত্র

অনলাইন ডেস্ক   

১৭ অক্টোবর, ২০২০ ১২:০৩ | পড়া যাবে ১ মিনিটে বলিউডে নাম লেখালেন আমির পুত্র

বলিউডে পা রাখতে চলেছেন আরও এক তারকার সন্তান, আমির খানের ছেলে জুনেদ খান। বাবা যখন বলিউড সুপারস্টার, তখন ছেলের অভিষেকও যে বড়সড় আকারেই হবে, তাই ধারণা করছে সবাই।

 যশ রাজ ফিল্মসের ব্যানারে ডেবিউ করবেন ২৩ বছর বয়সী জুনেদ। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন।

লম্বায় বাবাকেও ছাড়িয়ে গেছেন জুনেদ খান। তার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। আমির খান ও রিনা দত্তের একমাত্র পুত্র জুনেদ খান। 

বড় পর্দায় আসার আগে গত তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনেদ, নিজেকে তৈরি করেছেন পর্দার জন্য। মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে কমতি রাখছেন না। বড় পর্দায় তিনি কতটা সফল হবেন, উত্তর দেবে সময়।  

মন্তব্যসাতদিনের সেরা