kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

ক্যামেরার সামনে ফিরলেন মৌসুমী

অনলাইন ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২০ ১২:২২ | পড়া যাবে ১ মিনিটেক্যামেরার সামনে ফিরলেন মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী, করোনায় ছিলেন ঘরবন্দী। এই সময় তাকে দেখা গেছে টিকটক আর স্মাইলে। এই করোনার মধ্যেও চলচ্চিত্রের প্রস্তাবও এসেছে। তবে চলচ্চিত্রে এখন যুক্ত হননি, ক্যামেরার সামনে ফিরলেন নাটক দিয়ে। নাটকের নাম ‘ভক্ত’। কক্সবাজারে এর শুটিং শেষ হয়েছে। 

পরিচালক বলেন, ‘বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে। কিছু দৃশ্য থাকছে সৈকতের। তারকাদের জন্য ভক্তরা নানা কাণ্ড করে থাকেন। এমন একজন ভক্ত ও তারকার গল্প নিয়েই নাটকটি।’

এতে মৌসুমীর ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান।

মৌসুমী জানান, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) এর কাজ শুরু হয়। এখানে তাকে একজন তারকার চরিত্রে দেখা যাবে। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার।

অন্যদিকে করোনার আগে মৌসুমী মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘অর্জন ৭১’-এর কাজ করেছিলেন। এর কিছু কাজ বাকি আছে। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই ছবিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হচ্ছে। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। ছবিতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ।

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের মৌসুমীর 'ভক্ত' প্রচারিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা