kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

জাপানি অভিনেত্রী তাকেউচির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১২ | পড়া যাবে ২ মিনিটেজাপানি অভিনেত্রী তাকেউচির মরদেহ উদ্ধার

জাপানের জনপ্রিয় অভিনেত্রী ইউকো তাকেউচির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ২টায় টোকিও’র শিবুইয়া ওয়ার্ডে অবস্থিত নিজ বাড়িতে তাকে পরিবার সাড়াশব্দহীন অবস্থায় পায়। পরে একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

কী কারণে তার এমন মৃত্যু তা নিয়ে রহস্য দানা বাঁধছে। টোকিও পুলিশ বলছে, পরিস্থিতির বিশ্লেষণ তাদের ভেতর এই সন্দেহের উদ্রেক করেছে যে তিনি সম্ভবত আত্মহত্যা করেছেন।

তাকেউচি অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তিনি জাপান একাডেমি চলচ্চিত্র পুরষ্কার সমিতির পক্ষ থেকে দেয়া একটি অভিনেত্রী পুরষ্কারও পেয়েছেন। ১৯৯৯ সালে শুরু হওয়া এনএইচকে’র একটি ধারাবাহিক টেলিভিশন নাটকের তিনি মূল নায়িকা ছিলেন। এছাড়া, ২০১৬ সালে প্রচারিত এনএইচকে’র একটি ঐতিহাসিক নাটকেও তিনি অভিনয় করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে জাপান ধারাবাহিকভাবে বেশ কয়েকজন অভিনেতা এবং রিয়েলিটি শো তারকা আত্মহত্যা করেছেন। গত জুলাই মাসে ৩০ বছর বয়সী এক অভিনেতাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

এরপরের মাসে ২৩ বছর বয়সী একজন রিয়েলিটি শো’র তারকা মৃত্যুবরণ করেন। আর চলতি মাসে একজন ৩৬ বছর ও একজন ৮০ বছর বয়সী অভিনেতাও মারা গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা