kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

শুভশ্রীর ছেলের ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪২ | পড়া যাবে ১ মিনিটেশুভশ্রীর ছেলের ছবি ভাইরাল

জন্মের পর থেকেই সে যেন ছোট্ট তারকা। তৈমুরের জন্মর পর বলিউডের খুদে তারকার জায়গা নেয় কারিনা পুত্র, তেমনি রাজ-শুভশ্রী ছেলে যুবানও মাতিয়ে রেখেছে কলকাতার নেটিজেনদের। 

জন্মের পর থেকে কখনও হাসপাতালে মায়ের কোলে শুয়ে ভাইরাল হয় যুবানের ছবি। আবার বাড়ি আসার পর কখনও বাবার আদর খেতে ব্যস্ত যুবানকে দেখে সরগরম হয়ে ওঠে বিনোদন পাতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে যুবানের সঙ্গে এবার দেখা গেল তার দাদিকে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান পেজের তরফে একটি ছবি শেয়ার করা হয় সম্প্রতি। যেখানে যুবানকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায় তার দাদিকে।

জন্মের পর যুবানকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে খোলা চিঠি লেখেন শুভশ্রীর বোন দেবশ্রী। যুবানের জন্য তাঁর খালার সেই খোলা চিঠি প্রকাশ্যে আসার পর তা মাতিয়ে রাখে নেট জনতাকে। এবার যুবানের সঙ্গে তার দাদির ছবি দেখেও উচ্ছ্বসিত নেট জনতা।

মন্তব্যসাতদিনের সেরা