kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

অবশেষে মায়ের কাছে ফিরলেন

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৬ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে মায়ের কাছে ফিরলেন

জ্যাকলিন ফার্নান্দেজ ১০ মাস পর মায়ের সঙ্গে দেখা করলেন। দীর্ঘদিন পর মায়ের কাছে যেতে পেরে বেশ উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী।

দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে জ্যাকলিন কতোটা আনন্দিত তার প্রমাণ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামের স্টোরিতে মায়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

লকডাউন সময়ে তিনি সালমান খানের বাগান বাড়িতে ছিলেন। সে সময় একটি মিউজিক ভিডিও করেন তিনি। 

শিগগিরই হরর কমেডি ‘ভূত পুলিশ’-এ দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। এটি পরিচালনা করবেন পবন কৃপালানি। এতে আরও দেখা যাবে সাইফ আলি খান, ইয়ামি গৌতম ও অর্জুন কাপুরকে।

মন্তব্যসাতদিনের সেরা