kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

‘গান আলাপন’ এ পুলক ও কর্নিয়া

অনলাইন ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৯ | পড়া যাবে ১ মিনিটে‘গান আলাপন’ এ পুলক ও কর্নিয়া

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। অনুষ্ঠানটি মূলত মিউজিক ভিডিওর অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকেন স্বনামধন্য দুজন সংগীতশিল্পী। উপস্থাপক তাদের সঙ্গে সংগীতবিষয়ক আলোচনা করেন, আর আলোচনার ফাঁকে ফাঁকে থাকে মিউজিক ভিডিও। তবে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় উপস্থিত শিল্পী যুগলের নতুন মিউজিক ভিডিওকে। ‘গান আলাপন’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন ইকবাল খন্দকার। আর প্রযোজনা ও সম্পাদনায় আছেন যথাক্রমে শাহজালাল সরদার শিমুল ও সাজেদুর রহমান রুবেল। একবছরের বেশি সময় ধরে চলতে থাকা জনপ্রিয় এই অনুষ্ঠানটির চলতি পর্বের অতিথি পুলক ও কর্নিয়া।

পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে আগামীকাল (শুক্রবার) বিকেল ৫টা ২৫ মিনিটে।

‘গান আলাপন’ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমাদের মিউজিক ভিডিওগুলো এখন অনেক বেশি আধুনিক আর উন্নত। এই অনুষ্ঠানের উদ্দেশ্য, সেইসব ভিডিওকে দর্শকের সামনে তুলে ধরা এবং বাংলা আধুনিক গানকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া’।

 

মন্তব্যসাতদিনের সেরা