kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

দেবী দুর্গার সাজে নুসরাত, নেট দুনিয়ায় সমালোচনা

অনলাইন ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৯ | পড়া যাবে ১ মিনিটেদেবী দুর্গার সাজে নুসরাত, নেট দুনিয়ায় সমালোচনা

দুর্গাপূজার পুষ্পাঞ্জলি হোক বা সিঁদুর খেলা, রথের রশিতে টান হোক বা মহালয়া বা ঈদে রোজা রাখা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া চেষ্টা করেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। হয়েছেন বিতর্কিতও। আবারও ফের একবার বিতর্ক সৃষ্টি করলেন তিনি। আর এবার তিনি দেবী দুর্গার সাজে নেট দুনিয়ায় বিতর্ক সৃষ্টি করেছেন।

বৃহস্পতিবার মহালয়ার দিন স্বামী নিখিল জৈনের বস্ত্র বিপণী সংস্থার বিজ্ঞাপনে দেবী দুর্গার বেশে ধরা দিয়েছেন নুসরাত জাহান। আর তাতেই ফের কিছু মানুষের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সাংসদ অভিনেত্রীকে। 

নীল চওড়া পাড়ের লাল শাড়ি, হাতে শাঁখা-পলা, মাথায় টায়রা-টিকলি পরে, ত্রিশূল হাতে দেবী দূর্গার সাজে ওই বিপণী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে নুসরাতকে। তার এই সাজের কারণে অনেকে কটাক্ষ করলেও অনেকেই নুসরাতের সম্প্রীতির বার্তা ছড়ানোর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। যদিও এই সমস্ত সমালোচনাকে কোনদিনই তোয়াক্কা করেননি সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান জৈন।

সূত্র: জিনিউজ।

মন্তব্যসাতদিনের সেরা