kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:২৬ | পড়া যাবে ১ মিনিটেঅপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস আর নেই। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
 
এই তথ্য অপু বিশ্বাসের সহকারী সজল এটি নিশ্চিত করেছেন। সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে।
 
পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নায়িকার অনেক কাছের মানুষেরা দাবি করেছেন করোনায় আক্রান্ত ছিলেন শেফালি বিশ্বাস। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
 
এদিকে অপুর সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের মরদেহ নিয়ে বগুড়া যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
 
প্রসঙ্গত, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু।

মন্তব্যসাতদিনের সেরা