kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 'দৃশ্যম'-এর পরিচালক

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২০ ১৭:০৩ | পড়া যাবে ১ মিনিটেআশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 'দৃশ্যম'-এর পরিচালক

 বলিউড পরিচালক দৃশ্যম-এর পরিচালক নিশিকান্ত কামাতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হায়দারাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় মুম্বাই মেরি জান-এর মতো সিনেমার পরিচালককে।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে সিরোসিস অফ লিভার-এ ভুগছিলেন নিশিকান্ত কামাত।  চিকিতসাও চলছিল। হঠাত করেই অবস্থা বিগড়ে যেতে শুরু করায় হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয় এই পরিচালককে।

২০০৫ সালে মারাঠি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন নিশিকান্ত কামাত। নিশিকান্তের ডোম্বিভালি ফাস্ট নামের ওই সিনেমা ঘিরে সে বছর মারাঠি দর্শকদের মধ্যে প্রবল উতসাহ চোখে পড়ে। 

ডোম্বিভালি ফাস্টের জন্য ২০০৬ সালে জাতীয় পুরস্কারও পান নিশিকান্ত। এরপর ২০১৫ সালে মালায়লম সিনেমার রিমেক হিসেবে দৃশ্যম তৈরি করেন নিশিকান্ত। অজয় দেবগন, তাবু, সিরিয়া সরণ এবং ইশিতা শেঠের ওই সিনেমা দর্শকদের নজর কাড়ে।

মন্তব্যসাতদিনের সেরা