kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

মারা গেছেন গায়ক ও অভিনেতা ত্রিনি লোপেজ

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২০ ১৫:২৫ | পড়া যাবে ২ মিনিটেমারা গেছেন গায়ক ও অভিনেতা ত্রিনি লোপেজ

মারা গেছেন জনপ্রিয় গায়ক, গিটারিস্ট এবং অভিনেতা ত্রিনি লোপেজ । মঙ্গলবার (১১ আগস্ট) ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন হলিউডের জনপ্রিয় এই তারকা।

ত্রিনি ১৯৬৭ সালে ক্লাসিক যুদ্ধের চলচ্চিত্র ‘দ্য ডার্টি ডোজেন’-এ পেড্রো জিমিনেজের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। একজন দক্ষ গিটারিস্ট এবং সংগীতশিল্পী হিসেবেও সমাদৃত ছিলেন তিনি। ত্রিনি লোপেজের জন্ম ১৯৩৭ সালে, আমেরিকার ডালাসে। তার বাবা ও মা দুজনই মেক্সিকান।

মাত্র ১৫ বছর বয়সে গিটার বাজানো রপ্ত করেন ত্রিনি। ১৯ বছর বয়সে তিনি ‘বিগ বিটস’ নামে একটি ব্যান্ড গড়ে তুলেন। এর খুব অল্প সময় পর ১৯৬২ সালে তিনি ব্যান্ড ত্যাগ করে একক ক্যারিয়ারে মনযোগ দেন।

১৯৬৩ সালে তার প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। সেটি বেশ দারুণ সাড়া ফেলেছিলো। এরপর কয়েক দশক ধরে তার সংগীত জীবন ছিলো বর্ণিল ও সাফল্যে মুড়ানো। দীর্ঘ ক্যারিয়ারে ত্রিনি অসংখ্য হিট কনসার্টে অংশ নিয়েছেন। উপহার দিয়েছেন বহু হিট গানসহ কয়েক ডজন অ্যালবাম।

গান ও চলচ্চিত্রে অভিনয় ছাড়াও টিভি সিরিজে অভিনয় করেছেন ত্রিনি লোপেজ। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্যালিফোর্নিয়ায় নিজ বাসাতেই তার চিকিৎসা চলছিলো। সেখানেই করোনার কাছে পরাজিত হয়ে ১১ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই তারকা।

মন্তব্যসাতদিনের সেরা