kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

অ্যাম্বুলেন্সে তোলার সময় জীবিত ছিলেন সুশান্ত, চালকের দাবি

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২০ ১৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেঅ্যাম্বুলেন্সে তোলার সময় জীবিত ছিলেন সুশান্ত, চালকের দাবি

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে একের পর এক রহস্যের দোর উন্মুক্ত হচ্ছে। বেরিয়ে আসছে সব চঞ্চল্যকর তথ্য। এর মধ্যে এক বিস্ফোরক তথ্য প্রকাশ পেয়েছে সুশান্তের মৃত্যুকে ঘিরে। 

সুশান্তের মৃতদেহ তার বান্দ্রার ফ্ল্যাট থেকে অ্যাম্বুলেন্স চালক নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। অ্যাম্বুলেন্সে সুশান্ত জীবিত ছিলেন বলে অ্যাম্বুলেন্স চালক জানিয়েছে।

অ্যাম্বুলেন্স চালকের দাবি, অ্যাম্বুলেন্সে তোলার সময় সুশান্ত জীবিত ছিলেন। তিনি নাকি দেখেছেন, অভিনেতার দেহ হলুদ হয়ে গিয়েছিল। ওই চালকের দাবি , সাধারণত আত্মহত্যা করলে মৃতের শরীর পুরো হলুদ হয়ে যায় না। যারা সুশান্তের মরদেহ নেয়ার জন্য তাকে ফোন করেছিলেন তারা ফোনে অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন। 

অ্যাম্বুলেন্স চালক অক্ষয় ভান্ডগরের প্রশ্ন, যে মানুষ আত্মহত্যা করেছেন তার পা মোড়া থাকবে কেন? তিনি জানান সুশান্তের পায়ের নানা জায়গায় থেঁতলে যাওয়ার মতো আঘাত দেখেছেন। আত্মহত্যা করলে এই দাগ কেন থাকবে?

কয়েক দিন আগে সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারেঅক্ষয় ভান্ডগর বলেন, সুশান্তের মৃতদেহ বহনের জন্য তাকে ফোন করে মুম্বাই পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা