kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২০ ০৪:১৭ | পড়া যাবে ১ মিনিটেফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। জানা গেছে, তার ক্যানসার এখন তৃতীয় ধাপে আছে। শারীরিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসার জন্য শিগগিরই আমেরিকা যাবেন তিনি।

সঞ্জয় দত্তের কাছের এক বন্ধু বলেন, ‘মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন সঞ্জয় দত্ত। তার সন্তানরা এখনো ছোট। তারা দুবাইতে আছে মায়ের সঙ্গে। এই খবর তাদের জন্য কষ্টের হবে।’

তিনি আরো জানিয়েছেন, সঞ্জয়ের ক্যানসার তৃতীয় ধাপে থাকলেও নিরাময়যোগ্য। তবে চিকিৎসা এখনই শুরু করে দিতে হবে।

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার (৮ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সঞ্জয় দত্তকে। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। এরপর মঙ্গলবার তিনি চিকিৎসার জন্য কাজে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা