kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

আলাউদ্দিন আলীর জন্য কবীর সুমনের প্রার্থনা

অনলাইন ডেস্ক   

৮ আগস্ট, ২০২০ ১৫:৫১ | পড়া যাবে ১ মিনিটেআলাউদ্দিন আলীর জন্য কবীর সুমনের প্রার্থনা

বাংলা সঙ্গীতাঙ্গনের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। আজ ৮ আগস্ট শনিবার ভোর পৌনে ৫টায় তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়।

এই কিংবদন্তি সুরকারের জন্য মন কাঁদছে ওপার বাংলার জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পি কবীর সুমনের। সোশ্যাল সাইটে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'এক বন্ধু জানালেন বাংলাদেশের অসামান্য সুরকার আলাউদ্দিন আলি খুব অসুস্থ, লাইফ সাপোর্টে আছেন।বাংলাভাষী দুনিয়ায় আলাউদ্দিন আলির মতো সুরকার খুউউউউব কম এসেছেন গত তিরিশ চল্লিশ বছরে। আসুন, তাঁর জন্য প্রার্থনা করি।'

আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী জানান, আজ ভোরে তার বাবার শরীর খুব বেশি খারাপ হয়ে পড়ে। তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। শ্বাসকষ্টের তীব্র সমস্যা থাকায় সেখানকার চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পরামর্শ দেন। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে কোনো গুজব না ছড়ানোর জন্যও অনুরোধ করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা