kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

সুশান্তের মৃত্যুর পরই অভিনেতার ডায়েরির বেশ কিছু পাতা ছিঁড়ে ফেলা হয়!

অনলাইন ডেস্ক   

৭ আগস্ট, ২০২০ ১১:৪৪ | পড়া যাবে ১ মিনিটেসুশান্তের মৃত্যুর পরই অভিনেতার ডায়েরির বেশ কিছু পাতা ছিঁড়ে ফেলা হয়!

​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর ডায়রি থেকে বেশ কিছু পাতা ছিঁড়ে ফেলা হয়েছে? ১৪ জুনের পর এমনই অভিযোগ উঠতে শুরু করে। কে বা কারা সুশান্তের প্রিয় ডায়েরি থেকে পাতা ছিঁড়ে ফেলেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। পাশাপাশি বিষয়টি উঠে আসে সংবাদমাধ্যমের সামনেও। 

এ বিষয়ে সুশান্তের সঙ্গী অর্থাত ফ্ল্যাটমেটকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সুশান্তের নিজে ডায়েরি থেকে পাতা ছেঁড়ার অভ্যেস ছিল। নিজের জীবনে তিনি কী করবেন, কী লক্ষ্য, সবকিছুই ডায়েরির পাতায় লিখে রাখতেন তিনি। 

সেই পাতা আবার অনেক সময় নিজেই ছিঁড়ে ফেলতেন বলে দাবি করেন সিদ্ধার্থ পিটানি। তবে এসএসআর-এর ডায়রি থেকে বেশ কিছু পাতা ছিঁড়ে ফেলা হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয় বলেও দাবি করেন সিদ্ধার্থ পিটানি।

এদিকে রিয়ার নিয়োগ করা হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে বৃহস্পতিবার ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে মিরান্ডা মুখ খুললেও, সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি। জি নিউজ

মন্তব্যসাতদিনের সেরা