বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গত সপ্তাহেই রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করেছেন সুশান্তের বাবা কে কে সিং। এর পরই বিহার তদন্তকারীদের একটি দল যায় মুম্বাইয়ে। নোটিশও পাঠানো হয় রিয়াকে।
কিন্তু বিহার পুলিশ জানায়, কিছুতেই তারা রিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছে না।
বিজ্ঞাপন
রিয়ার আবাসনের ম্যানেজার একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে জানান, রিয়ারা ওই অ্যাপার্টমেন্টটি খালি করে দিয়েছেন। রিয়া তাঁর মা, বাবা, ভাইকে নিয়ে তিন দিন আগেই মধ্যরাতে একটি নীল গাড়িতে করে চলে যান। সেই সঙ্গে তিনি জানান, সুশান্ত মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে যেতেন।
বিহার পুলিশের ডিজিপি জানিয়েছেন, গত সপ্তাহে সুশান্তের বাবা এফআইআর দায়েরের পরই রিয়ার খোঁজে মুম্বাই যায় পুলিশ। কিন্তু তখন থেকেই তাঁরা রিয়ার কোনো খোঁজ পাননি।
সূত্র : এই সময়।