kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

বিনোদন জগতের হিট পোস্টার মেকার তরিকুল

অনলাইন ডেস্ক   

২ আগস্ট, ২০২০ ১৭:১৭ | পড়া যাবে ১ মিনিটেবিনোদন জগতের হিট পোস্টার মেকার তরিকুল

গ্রাফিকস ডিজাইন বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা। এ কাজটি একই সঙ্গে আনন্দদায়ক এবং সৃজনশীল। বিস্তৃত কর্মক্ষেত্র আর তুমুল চাহিদা থাকার কারণে একজন প্রফেশনাল গ্রাফিকস ডিজাইনারের গ্রহণযোগ্যতা খুবই বেশি। অনেক মেধাবীই ঝুঁকছেন এই পেশায়। তরিকুল ইসলাম ইয়াছিন সেই প্রতিভাবানদের একজন। 

নিজের মেধা, মনন আর কাজের নতুনত্বের কারণে এই সময়ের আলোচিত ডিজাইনারদের মধ্যে তরিকুল অন্যতম। ভিন্ন ভিন্ন সময়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৪ সালে শুরু করেন এই পেশা। প্রাতিষ্ঠানকি শিক্ষা নিয়েছেন পাঠশালা থেকে। নাটক, ওয়েব সিরিজ এবং অডিও অ্যালবামের পোস্টার মিলিয়ে তাঁর কাজের সংখ্যা পাঁচশতাধিক। দেশের গণ্ডি ছাড়িয়ে কাজ করছেন বিদেশি সিনেমার পোস্টার ডিজাইন। 

বর্তমানে কর্মরত আছেন ধ্রুব মিউজিক স্টেশনের সিনিয়র গ্রাফিকস ডিজাইনার হিসেবে। 

নিজের অভিজ্ঞতা এবং কর্ম সম্পর্কে তরিকুল জানান, নিজেকে আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, জানতে হবে নিত্যনতুন কলাকৌশল। আমি সেই নীতিতেই আগাচ্ছি। এ কাজে সফলতা পেতে চাইলে ধৈর্যটা জরুরি। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে  মিডিয়ায় কাজ করে যেতে চাই নিয়মিত।

মন্তব্যসাতদিনের সেরা