kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

বাসার কর্মীদের জন্য মিমের কোরবানি

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২০ ১১:৩৩ | পড়া যাবে ২ মিনিটেবাসার কর্মীদের জন্য মিমের কোরবানি

এবারের ঈদটা অন্যরকম হয়ে এলো বিদ্যা সিনহা মিমের জীবনে। বেশ আনন্দময় চিত্তেই জানালেন সেই অন্যরকম ব্যাপারটা। নিজের বাসার কাজের লোক, ও বাসার দারোয়ান টেকারদের জন্য একটি ছাগল কোরবানির জন্য দিয়েছেন। 

বিষয়টি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন। সেখানে বলেন, 'ত্যাগেই আনন্দ, ত্যাগেই সুখ। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। আশা করি, বৈশ্বিক মহামারীর এই সময়ে সবাই নিরাপদে নিজ নিজ জায়গায় আগামীকাল (আজ) ঈদ উৎযাপন করবেন। আমিও আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে কাল ছোট পরিসরে ঈদ পালন করবো।'

মানুষ মানুষের জন্য চিরপ্রচলিত গানের এই বাক্যটি সামনে এনে বলেন, 'ছোট বোনকে মিস করব। কিন্তু পাশে আছেন মা, বাবা আর প্রিয় ড্রাইভার ভাই এবং গৃহকর্মী। বাসার প্রিয় কর্মীদের উদ্দেশ্যে আমার ক্ষুদ্র আয়োজন । জীবনে প্রথমবার ওদের জন্য কিছু করতে পেরে সত্যি অন্যরকম আনন্দ লাগছে।  মানুষ মানুষের জন্য।  ঈদ মোবারক।'

যদিও মিমের এই ত্যাগের বিষয়ে সোশ্যাল হ্যান্ডেলে অনেকেই প্রশংসা করেছেন, তারপরেও কিছু 'ধর্ম প্রসঙ্গ'কে মানুষ কটূ বাক্য লিখেছেন। যদি ভক্তরা সেইসব কটূ বাক্য ব্যবহারকারীদের একহাত নিয়েছেন।

মিম বছর দুইয়েক আগেই গণমাধ্যমকে বলেছিলেন, ক্যারিয়ার শুরুর সময় অনেকেই আমাকে বলেছিলেন, হিন্দু জানতে পারলে সমস্যায় পড়তে হতে পারে। তাই সবাই আমাকে মিম বলেই ডাকতে শুরু করেন। আমি চেয়েছিলাম, কাজ আমার পরিচয়, ধর্ম নয়! ধর্ম কখনোই আমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি।’

মন্তব্যসাতদিনের সেরা