kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

‘আপনি তাড়াতাড়ি সেরে উঠুন অমিত জি’

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০২০ ১২:৫৩ | পড়া যাবে ১ মিনিটে‘আপনি তাড়াতাড়ি সেরে উঠুন অমিত জি’

শিল্প কখনও জাতি, বর্ণ,ধর্ম মানে না। ভারতের সিনেমার সুপারস্টার অমিতাভ বচ্চন সারা পৃথিবীর কাছেই সেলুলয়েডের এক উজ্জ্বল নক্ষত্র। তাই তার আরোগ্য কামনায় বার্তা আসছে দেশ, বিদেশ থেকেও। এমনকি প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেও এসেছে শুভকামনা।

আরোগ্য কামনা করেছেন সাবেক পাকিস্তানি খেলোয়াড় শোয়েব আখতার। তিনি টুইটারে লিখেছেন, ‘তাড়াতাড়ি সেরে উঠবেন অমিত জি। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।’‌ শনিবার রাতে নিজের টুইটারে অমিতাভ বচ্চন লেখেন, তিনি করোনা পজিটিভ। তারপর খবর আসে, অভিষেক বচ্চনও করোনা পজিটিভ। দুজনই ভর্তি নানাবতী হাসপাতালে।

তারপর রবিবার নতুন করে খবর আসে, করোনা আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া ও আরাধ্যাও। সেই খবর প্রকাশের পর জানানো হয়, জয়া বচ্চনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার থেকেই সারা দেশ এমনকি গোটা বিশ্ব বচ্চন পরিবারের আরোগ্য কামনায় একজোট হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা