kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

একতা কাপুরের এক্সিকিউটিভ করোনায় আক্রান্ত

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০২০ ১২:১০ | পড়া যাবে ১ মিনিটেএকতা কাপুরের এক্সিকিউটিভ করোনায় আক্রান্ত

করোনা আক্রান্ত একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের এক্সিকিউটিভ তনুশ্রী দাশগুপ্ত। শনিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তনুশ্রীর মায়ের কভিড- টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে।

'স্পটবয় ই'কে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, আমাকে শনিবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অক্সিজেনের অভাববোধ করছিলাম। ডাক্তার আমার রক্ত পরীক্ষা করান এবং হাসপাতালে ভর্তি করে নেন। আমায় এই মুহূর্তে নজরদারিতে রাখা হয়েছে। 

আমি বাড়িতে মায়ের সঙ্গে থাকছিলাম। তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, তবে হাসপাতালে ভর্তি করতে হয়নি। মা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন।

মন্তব্যসাতদিনের সেরা