kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

কন্যাসহ করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০২০ ১৭:৫২ | পড়া যাবে ১ মিনিটেকন্যাসহ করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া

বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারে হানা দিয়েছে করোনাভাইরাস। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের পর এবারঐশ্বরিয়া রাই বচ্চন এবং অমিতাভের আট বছরের নাতনি আরাধ্যা বচ্চনের  করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। আজ রবিবার দুপুরে ভারতের মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে টুইট করে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেন, 'ঐশ্বরিয়া এবং আরাধ্যা করোনায় আক্রান্ত। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি।'

গতকাল শনিবার জয়া বচ্চন এবং ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু আজ রবিবার তাদের লালারসের নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। এদিকে অমিতাভ বচ্চনের দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ আসায় দুশ্চিন্তা আরও বেড়েছে। নানাবতী হাসপাতাল জানিয়েছে, আপাতত অমিতাভের অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে অমিতাভের জীবনসঙ্গী জয়া বচ্চন এবং কন্যা শ্বেতা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। শ্বেতার দুই সন্তান অগস্ত্য এবং নভ্যা নভেলির করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। অভিষেক বচ্চনও আগের চেয়ে ভালো আছেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বচ্চন পরিবারের বিলাসবহুল বাড়ি 'জলসা' জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা