kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

ভারত-চীন উত্তেজনা

চীনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন কার্তিক!

কালের কণ্ঠ অনলাইন   

১০ জুলাই, ২০২০ ২০:২১ | পড়া যাবে ১ মিনিটেচীনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন কার্তিক!

ফাইল ছবি।

ভারত-চীনের উত্তেজনার আঁচ গিয়ে লাগল বলিউডেও। চীনা সেনাবাহিনীর আগ্রাসনের প্রতিবাদে দেশটির মোবাইল সংস্থার সঙ্গে কোটি রুপির চুক্তি বাতিল করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কার্তিক চীনা মোবাইল সংস্থা 'অপো' কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। যে মোবাইল সংস্থার অফিস চীনের গুয়াংডং প্রদেশের দাগুয়ানে অবস্থিত। নিয়ম অনুযায়ী যদি কোনো অভিনেতা নির্দিষ্ট কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র সেই কম্পানির পণ্যই তুলে ধরতে পারেন। তবে সম্প্রতি কার্তিক যে ইনস্টাগ্রাম পোস্ট করেছেন, তাতে তাকে অ্যাপেলের আইফোন হাতে দেখা যাচ্ছে। তিনি অ্যাপেলের আইফোন দিয়েই ফ্ল্যাটের বারান্দায় বসে মেঘের ছবি তুলেছেন।

আর এরপরই চীনা মোবাইল সংস্থার সঙ্গে কার্তিকের চুক্তি বাতিলের খবর ছড়িয়ে পড়ে। ই-টাইমসের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, কার্তিক চীনা মোবাইল সংস্থা 'অপো' কম্পানির কোটি রুপির চুক্তি বাতিল করেছেন। আর তিনিই বলিউডের প্রথম অভিনেতা যিনি এই পদক্ষেপ করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা