kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

বিটিভির এ সপ্তাহের নাটক ‘আমাদের টুনটুন’

কালের কণ্ঠ অনলাইন   

৯ জুলাই, ২০২০ ১৮:৪৪ | পড়া যাবে ১ মিনিটেবিটিভির এ সপ্তাহের নাটক ‘আমাদের টুনটুন’

বিটিভির ঐতিহ্যবাহী নাট্যধারার নাম এ সপ্তাহের নাটক। একটা সময় ছিল, যখন দর্শক পুরো সপ্তাহ ধরে অপেক্ষা করতেন এই নাটক দেখার জন্য। বিটিভিতে এখনও নির্মিত হয় এ সপ্তাহের নাটক। তারই ধারাবাহিকতায় এবারে নির্মিত নাটকটির নাম ‘আমাদের টুনটুন’। শুধু পড়ার চাপ নয়, সন্তানকে খেলাধুলাসহ অন্যান্য বিনোদনের সুযোগও দিতে হবে এমন বক্তব্য নির্ভর এই নাটকটি লিখেছেন অসীম রায়। আর পরিচালনা করেছেন ইলন সফির। 

নাটকটির কেন্দ্রীয় চরিত্র তথা নাম ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী সামিহা সিমরান রুহি। আর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সানারেই দেবী শানু, রমিজ রাজু, নীলা প্রমুখ। বিটিভিতে নাটকটি প্রচার হবে আগামী ১১ জুলাই শনিবার রাত ৯টায়।

মন্তব্যসাতদিনের সেরা