kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

মহেশ ভাটের বাড়িতে ঘুরে বেড়ালো সাপ

কালের কণ্ঠ অনলাইন   

২ জুলাই, ২০২০ ১৬:১৩ | পড়া যাবে ১ মিনিটেমহেশ ভাটের বাড়িতে ঘুরে বেড়ালো সাপ

বুধবার মহেশ ভাট ও সোনি রাজদানের বাড়িতে বিনা আমন্ত্রণেই ঢুকে পড়ল কিছু অতিথি। যাকে সামলাতে হিমসিম খেলেন সকলেই। এদিন মহেশ ভাট-সোনি রাজদানের মুম্বাঁইয়ের বাড়ির সুইপিং পুলে অবলীলায় ঘুরে বেড়াল একটি সাপ। সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মহেশ পত্নী সোনি রাজদান। 

তিনি লেখেন, আমাদের সুইমিং পুলে আজ একজন অতিথি এসেছে। প্রথমে পানি খেল,তারপর ভালো মতো ডুব দিল পানিতে। এরপর আমরা তাদের ঝোপঝাড়ে যেতে সাহায্য করলাম'।

ভিডিওতে দেখা যাচ্ছে সুইমিং পুলের রেলিংয়ের ধার দিয়ে পানির মধ্যে চলে যাচ্ছে সেই সাপটি। এরপর পানি পেরিয়ে পেরিয়ে পাশের সবুজ ঝোপের মধ্যে মিশে যাচ্ছে। সোনির রাজদানের ভিডিও দেখে ভয় পেয়ে গিয়েছেন অনেকেই। নীতু কাপুর তো কমেন্ট বক্সে লিখেই ফেলেন, ‘ভীষণ ভয় লাগছে’। যদিও অনেকেই সোনি রাজদানকে আশ্বস্ত করেন এটি বিষধর সাপ নয়,তাই চিন্তার কোনও কারণ নেই। 

মন্তব্যসাতদিনের সেরা