kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

দীপ্ত টিভিতে 'প্লাবণের আগে'

কালের কণ্ঠ অনলাইন   

৪ জুন, ২০২০ ১৬:২৫ | পড়া যাবে ২ মিনিটেদীপ্ত টিভিতে 'প্লাবণের আগে'

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দীপ্ত টিভিতে প্রামাণ্যচিত্র: প্লাবণের আগে। মানুষ তাঁর নিজের অজান্তেই জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। কয়লা, তেল, কাঠ আর গ্যাস পোড়ানোর ফলে বায়ুমন্ডলে ব্যাপক হারে কার্বন-ডাই-অক্সাইড যুক্ত হচ্ছে। ফলে গ্রিনহাউজ ইফেক্ট বেড়ে যাচ্ছে, পৃথিবীর উষ্ণতা বাড়ছে। বরফ গলছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, খরাও বাড়ছে। জলবায়ু পরিবর্তন মানব ইতিহাসে মহাবিপর্যয় হিসেবে ধেয়ে আসছে। ফলে পৃথিবীর প্রাণ-প্রকৃতির টিকে থাকাই ক্রমশ কঠিন হয়ে পড়ছে। মানুষ কি পারবে এই সংকটের মোকাবিলা করতে? পৃথিবীকে রক্ষা করতে? পারবে কি এই পরিবর্তনের গতিপথ বদলে দিতে? দীর্ঘ ৩ বছরের পরিভ্রমণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা বিপর্যয়ের এমন বহু তথ্য ও দৃশ্য তুলে এনেছেন টাইটানিক খ্যাত লিওনার্দো ডিক্যাপ্রিও।

জলবায়ু পরিবর্তন নিয়ে অস্কারবিজয়ী চলচ্চিত্র নির্মাতা ফিশার স্টিভেন্সের পরিচালনায় নির্মিত, ১৭০ টিরও বেশী দেশে প্রদর্শিত, অস্কার বিজয়ী ও পরিবেশবাদী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রামাণ্যচিত্র ‘বিফোর দ্যা ফ্লাড’, বাংলায় নামকরণ করা হয়েছে 'প্লাবণের আগে'। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশ্বখ্যাত এই প্রামাণ্যচিত্রটি বাংলায় ডাবিং করেছে দীপ্ত টিভি। প্রচারিত হবে সকাল ১০টা ১০মিনিটে

মন্তব্যসাতদিনের সেরা