kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

পরিবারের ৬ সদস্যসহ করোনায় আক্রান্ত মোহেনা কুমারী

কালের কণ্ঠ অনলাইন   

২ জুন, ২০২০ ১০:৪৫ | পড়া যাবে ১ মিনিটেপরিবারের ৬ সদস্যসহ করোনায় আক্রান্ত মোহেনা কুমারী

এবার করোনা থাবা বসাল ভারতের টেলিভিশন জগতে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 'ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়'-খ্যাত অভিনেত্রী মোহেনা কুমারী। শুধু অভিনেত্রী নন, তাঁর পরিবারের আরও ৬ জন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মোহেনা কুমারি, তাঁর শ্বশুর, শাশুড়ি, জা, ৫ বছরের ছোট্ট শিশু-সহ আরও ২ জন আক্রান্ত করোনায়। ৩১ মে মোহেনা কুমারির শ্বশুরবাড়ির ৬ জনকে ঋষিকেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহেনা জানান, খবর সত্যি। তাঁরে পরিবারের ৬ জন করোনা পজিটিভ। প্রথমে জ্বর আসে তাঁদের। তারপর অসুস্থতা বাড়তে শুরু করে ক্রমশ। তবে মোহেনা কুমারির ভাসুর করোনায় আক্রান্ত হননি। তাঁর রিপোর্ট চলে এসেছে। সেখানেই জানা যায়, তিনি পজিটিভ নন।

মন্তব্যসাতদিনের সেরা