kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

অন্তঃসত্ত্বা নাতাশাকে বিয়ে করলেন হার্দিক

কালের কণ্ঠ অনলাইন   

১ জুন, ২০২০ ১৫:১২ | পড়া যাবে ১ মিনিটেঅন্তঃসত্ত্বা নাতাশাকে বিয়ে করলেন হার্দিক

অন্তঃসত্ত্বা নাতাশা স্ট্যানকোভিক। সেই কারণেই লকডাউনের মধ্যে তড়িঘড়ি সার্বিয়ান মডেল তথা বলিউড অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন হার্দিক পান্ডিয়া। তবে খুশির খবর লুকিয়ে রাখেননি। বিয়ের খবরের পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, শিগগিরই তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।

হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্য়ানকোভিকের খুশির খবর পেয়ে তাঁদের শুভেচ্ছা জানান সার্বিয়ান মডেলের প্রাক্তন বন্ধু আলি গোনি। সেই সঙ্গে ওই দুজনের ছবি দেখে ভালবাসাও প্রকাশ করেন আলি।

এদিকে ২০২০ সাল শুরু হওয়ার দিনই ভাসমান ইয়টে নাতাশার সঙ্গে আংটি বদল সারেন হার্দিক পান্ডিয়া। ওইদিন নাতাশা এবং হার্দিক চুপিসাড়েই বাগদান পর্ব সেরে ফেলেন। তবে সেই ছবি প্রকশ্যে আসার পরই হু হু করে তা ভাইরাল হয়ে যায়। জিনিউজ 

মন্তব্যসাতদিনের সেরা