kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

ঈদের বিশেষ নাটক প্রবঞ্চনা

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মে, ২০২০ ১৫:২১ | পড়া যাবে ১ মিনিটেঈদের বিশেষ নাটক প্রবঞ্চনা

আগামীকাল প্রচারিত হতে যাচ্ছে নাটক ঈদের বিশেষ প্রবঞ্চনা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ,  ঈশানা, প্রিমা, সাইফ চন্দন,  ইভানা ও  বাবুল বিশ্বাস।

নাটকে দেখা যাবে, নীল তার বন্ধুদের নিয়ে কক্সবাজার বেড়াতে যায়। নীলের ইচ্ছা সব যায়গায় ঘুরে ঘুরে সে ছবিতুলে বেড়াবে কারণ নীলের ছবি তোলার খুব শখ। ঘটনাক্রমে সেখানে পদ্ম নামের এক মেয়ের সাথে নীলের দেখা হয়ে যায় সী-বীচে। পদ্ম ব্লাকমেইল করে নীলকে দিয়ে তার ছবি তোলায় এবং একটা সময় ভালোলাগা তৈরি হয়। পদ্ম তার ভালোবাসার কথা নীলকে বলতে আসবে বলে আসেনা।  নীল জানতে পারে সে চলে গেছে এবং পদ্ম নাকি মানসিক ভারসাম্যহীন!  গল্প এভাবে এগিয়ে যায়.....
 
নাটকটি প্রচারিত হবে ঈদের ৫ম দিন  রাত ১১টায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভিতে। 

মন্তব্যসাতদিনের সেরা