kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

নিউজিল্যান্ডে মডেলের মরদেহ ‍উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০২০ ১৭:০২ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ডে মডেলের মরদেহ ‍উদ্ধার

নিউজিল্যান্ডের মডেল অ্যাম্বার লি ফ্রিসকে (২৩) মৃত অবস্থায় তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। অ্যাম্বার লি ফ্রিস মিস ইউনিভার্স ২০১৮ তে নিউজিল্যান্ড ফাইনালিস্ট ছিলেন। মিস ওয়ার্ল্ড নিউজিল্যান্ডের অফিসিয়াল একাউন্টে এ খবর প্রকাশ করা হয়েছে।

তবে কীভাবে  তার মৃত্যু ঘটেছে সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি। মডেল অ্যাম্বার লি ফ্রিসের ফেসবুক একাউন্ট অনুযায়ী, তিনি অকল্যান্ডের বাসিন্দা। ২০১৮ সালের মিস ইউনিভার্স নিউজিল্যান্ড প্রতিযোগিতায় উঠেছিলেন ফাইনালের মঞ্চে।

তার রহস্যময় মৃত্যু সম্পর্কে একজন ফেসবুকে লিখেছেন, সুন্দরী এবং মেধাবী অ্যাম্বার লি ফ্রিস-এর আকস্মিক চলে যাওয়ার খবরে আমরা হতাশাগ্রস্ত। ফেসবুক পোস্টে তার মৃত্যুকে নিশ্চিত করে শ্রদ্ধা প্রকাশ করেছেন মিস ওয়ার্ল্ড নিউজিল্যান্ড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট নাইজেল গডফ্রে।

 

মন্তব্যসাতদিনের সেরা