kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

নতুন সম্পর্কে জড়িয়েছেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া!

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০২০ ১১:৪৬ | পড়া যাবে ১ মিনিটে নতুন সম্পর্কে জড়িয়েছেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া!

আলিয়া সিদ্দিকি নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন । বিচ্ছেদের মামলা করে নওয়াজকে আইনি নোটিশও পাঠান আলিয়া। 

পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো বড় মাপের কোনও তারকার স্ত্রী হিসেবে নয়, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চান বলে স্পষ্ট জানান আলিয়া সিদ্দিকি ওরফে অঞ্জলি কিশোর পান্ডে। কিন্তু আলিয়া কি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন! এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।

স্পটবয়ের খবর অনুয়ায়ী, আলিয়া সিদ্দিকি নাকি নতুন করে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। জনপ্রিয় একটি সংস্থার প্রাক্তন কর্মকর্তা পিয়ূষ পান্ডের সঙ্গে অঞ্জলি কিশোর পান্ডে অর্থাত আলিয়া সিদ্দিকি সম্পর্কে জড়াতে শুরু করেছেন বলে দাবি। শুধু তাই নয়, নওয়াজের স্ত্রীর হোয়াটস অ্যাপের ডিপিটেও, তাঁদের দুজনের ছবি একসঙ্গে দেখা যায় বলে দাবি করা হয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন।

নওয়াজউদ্দিন সিদ্দিকির পরিবারে থাকাকালীন শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করেছেন বলে অভিযোগ। এবার তাই আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চান বলে দাবি করেন আলিয়া সিদ্দিকি। 

মন্তব্যসাতদিনের সেরা