kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

বলিউড ছবির অভিনেতার সংসার চলছে ফল বিক্রি করে

কালের কণ্ঠ অনলাইন   

২০ মে, ২০২০ ১২:০১ | পড়া যাবে ১ মিনিটেবলিউড ছবির অভিনেতার সংসার চলছে ফল বিক্রি করে

'ড্রিম গার্ল', 'তিতলি' সহ আরও বেশকিছু বলিউডের ছবিতে অভিনয় করেছেন তিনি। ভাগ্যের পরিহাস এখন ভারতের রাজধানী দিল্লির রাস্তায় ফল বিক্রি করতে হচ্ছে অভিনেতা সোলাঙ্কি দিবাকরকে।

লকডাউনের কারণে রোজগার প্রায় বন্ধ। কীভাবে চলবে সংসার? অগত্যা ফল বিক্রি করেই সংসার চলছে সোলাঙ্কি দিবাকরের। তাঁর কথায়, আমার দুই সন্তান রয়েছে। তার উপর বাড়ি ভাড়াও দিতে হয়। সংসার তো চালাতে হবে। তাই ফল বিক্রি করছি। আমার বাড়ির সামনেই ফল মান্ডি রয়েছে। সেখান থেকে ফল এনে বিক্রি করছি। কোনও কাজই ছোট নয়। অভিনয় করেছি বলে অন্যকিছু করতে পারবো না তা তো নয়। পরিস্থিতির সঙ্গে সবকিছুই মানিয়ে নিতে হয়। তবে লক়াউন না হলে হয়ত, কোনও না কিছু ছবির কাজ ঠিক পেয়ে যেতাম।

প্রসঙ্গত সোলাঙ্কি দিবাকর নামে এই অভিনেতা গত ২৫ বছর ধরে দিল্লিতে থাকেন। করোনা পরিস্থিতির মধ্যেই কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু প্রসঙ্গেও সোলাঙ্কি বলেন, ঋষি কাপুর জি-র সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু হয়নি। জিনিউজ 

মন্তব্যসাতদিনের সেরা