kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

তামিল পরিচালক ভেঙ্কট পাক্কার বাইক দুর্ঘটনায় নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মে, ২০২০ ১৩:২০ | পড়া যাবে ১ মিনিটেতামিল পরিচালক ভেঙ্কট পাক্কার বাইক দুর্ঘটনায় নিহত

দক্ষিনী চলচ্চিত্রের তামিল পরিচালক ভেঙ্কট পাক্কার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন । গত্র শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভেঙ্কট পাক্কার মূলত মোটর বাইক চালাচ্ছিলেন। এমন অবস্থাতেই একটি লরির সাথে তার বাইকটির সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার এই অকাল মৃত্যুতে তামিল অভিনেতা ও সুরকার জিভি প্রকাশ কুমার টুইটে দুঃখ প্রকাশ করেন।

২০১৬ সালে তামিল সিনেমা ‘ফোরজি’ এর মাধ্যমে পরিচালনায় অভিষেক করেছিলেন ভেঙ্কট। সিনেমাটিতে অভিনয় করেছিলেন জিভি প্রকাশ কুমার, গায়াথ্রি সুরেশ, সুরেশ মেনন এবং সতীশের মত তারকারা। এছাড়াও বিশাল বাজেটের জনপ্রিয় সিনেমা ‘আই’ তেও ‘রোবট’ নির্মাতা শঙ্করের সহযোগী হিসেবেও কাজ করেছিলেন ভেঙ্কট পাক্কার।

মন্তব্যসাতদিনের সেরা