kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

লকডাউনেই বিয়ে করলেন নিখিল সিদ্ধার্থ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মে, ২০২০ ১৩:০১ | পড়া যাবে ১ মিনিটেলকডাউনেই বিয়ে করলেন নিখিল সিদ্ধার্থ

লকডাউনের মধ্যেই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা নিখিল সিদ্ধার্থ। ১৪ মে দীর্ঘদিনের বন্ধু ড: পল্লবী শর্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন নিখিল।

গত ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল নিখিল সিদ্ধার্থ ও পল্লবী শর্মার। তবে করোনা পরিস্থিতির কারণেই বিয়ে স্থগিত রেখেছিলেন নিখিল ও পল্লবীর পরিবার। তবে হায়দরাবাদ টাইমস-এ প্রকাশিত খবর অনুসারে আজ অর্থাৎ ১৪ মে বিয়েটা সেরে ফেলেছেন নিখিল ও পল্লবী। হায়দরাবাদে নিখিলের বাগানবাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।

জানা গেছে, ১৪ মে সকাল ৬.৩১ মিনিটে বিয়ের অনুষ্ঠান হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না বলেই জানা যাচ্ছে। প্রথমে যদিও সিদ্ধার্থ ও পল্লবী দুজনেই বিয়ে আরও পিছিয়ে দেওয়ার কথাই ভেবেছিলেন। 

তবে যেহেতু শিগগির এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনও সুযোগ নেই, সেকথা মাথায় রেখেই ১৪ মে তাঁদের বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্তই নেন দুজনের পরিবার। তবে সরকারি বিধিনিষেধ মেনে, যতটা সম্ভব সুরক্ষা নিয়েই অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা